উমা আমাদের মা ।
শরতকালে আসেন ।
আমরা উৎসব করি ।
উমা আমাদের মেয়ে ।
মেয়ে শরতকালে বাপের বাড়ি ফেরে ।
আমরা উৎসব করি ।
উমা আমাদের দেবী দুর্গা ।
দেবীর নানা কাহিনী । যেমন অকাল বোধন ।
দেবীর নানা কাহিনী আমাদের বঙ্গীয় জীবনের পরতে পরতে জড়িয়ে আছে ।
উমা দেখলাম ।
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত "উমা" দেখলাম ।
খুব ভালো লেগেছে ।
উমার ভূমিকায় সারা সেনগুপ্ত,
উমার বাবা হিমাদ্রির ভূমিকায় সারা সেনগুপ্তর বাবা যীশু সেনগুপ্ত,
পরিচালকের ভূমিকায় অঞ্জন দত্ত
উজ্জ্বল ।
অন্যান্য অভিনেতাদের প্রত্যেকেই সুন্দর কাজ করেছেন চরিত্র অনুযায়ী ।
সকলে মিলে হাত লাগিয়ে যেমন আমাদের দুর্গোৎসব, তেমনি অভিনেতা এবং যাঁরা অভিনেতা নন তাঁরা সকলে মিলে এই ছবিকে একটি সুন্দর, উজ্জ্বল, সময়োপযোগী এবং একই সঙ্গে সময়ের চলমানতা ছাপিয়ে ওঠা শিল্পকর্ম রূপে গড়ে তুলতে পেরেছেন ।
সেইজন্য এই ছবির সঙ্গে যুক্ত প্রত্যেককে সাধুবাদ জানাই ।
সৃজিত মুখোপাধ্যায়ের কাছে, ভবিষ্যতের আশা আরো বর্ধিত হলো ।