I think when Sushant went to play the character in this film, he got into the character in such a way that he could not get out of it later. As a result, he fell into depression. It is very important to have a strong mentality to play such a role which Sushant may not have.
আমার মনে হয়, শুশান্ত এই ফিল্মের চরিত্রটি প্লে করতে গিয়ে এমনভাবে সে চরিত্রের মধ্যে ঢুকে পড়েছিলো যে পরবর্তীতে সে আর তার থেকে বেরুতে পারে নি। যার ফলে সে ডিপ্রেশনে পতিত হয়েছিলো। এ ধরনের রোল প্লে করার জন্য স্ট্রং মেন্টালিটি থাকা অতিব জরুরি যা হয়তো শুশান্তের ছিলো না।