বাংলায় তো খুব বেশি বায়োপিক খুব বেশি হয়না, সেই হিসেবে অবশ্যই প্রশংসনীয় প্রচেষ্টা। সিনেমার যারা প্রবীণ অভিনেতা, প্রত্যেকেরই অনবদ্য অভিনয়। অপরাজিতা আঢ্য, চিরঞ্জিত, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্তরা সামান্য সময়েই ফাটিয়ে অভিনয় করেছেন। যদিও নবাগত নায়ক-নায়িকার ক্ষেত্রে সেটা বলতে পারা যায়না।