২০১৭ সালের সেরা ৫টি মুভির একটি
প্রাচীনকালে ক্রীতদাস প্রথা চালু ছিল এবং যার ৯০ ভাগ শিকারই ছিল কালো চামড়ার মানুষগুলো
মানব সভ্যতার উন্নয়ন উৎকর্ষের সাথে,স্বার্থে এই প্রথার তথাকথিত বিলুপ্তি ঘটে , কিন্তু সত্যিই কি বিলুপ্তি ঘটেছে??!!
হা বলা যায় , কিন্তু সেটা প্রথার না ,ধরণের !!! পৃথিবীর আধুনিকায়নের সাথে সাথে এই ধরণেরও পরিবর্তণ হয়েছে !! এই মুভিতে একটা বিদঘুটে ধরণের সাথে পরিচয় মিলবে
অনেকটা এরকম যে আপনার কাছে দুটি কলম আছে একটি সম্পূর্ণ ভালো অন্যটির নিব নষ্ট কিংবা ঠিকভাবে নিব থেকে কালি বের হয় না, আপনি কি করলেন?? , নষ্ট নিবটাকে সরিয়ে অন্যটিতে বসিয়ে দিলেন আর অন্যটির নিবটিকে এই কলমে প্রতিস্থাপন করলেন এবং ফলাফল আর বলার অপেক্ষা রাখে না , কিন্তু শর্ত হলো দুটো কলমের কোনোটিরই যাতে কোনো ক্ষয়ক্ষতি সাধিত না হয়
অন্যভাবে বললে , ব্ল্যাক ম্যাজিক এর একটা ধরণ আছে, যেখানে ১৮ বছরের যুবকের আত্মাকে ৪০ বছরের বৃদ্ধ ব্যক্তির আত্মার সাথে পরিবর্তন করে ফেলা হয় ফলে দুই ব্যক্তির আচরণ থেকে শুরু করে তাদের কর্মকান্ড হয় তাদের আত্মার বয়স অনুসারে
স্পয়লার দিলাম না সিম্পল এর মধ্যে কিছুটা অভ্যাস দেয়ার চেষ্টা করলাম , ধৈর্য নিয়ে দেখতে হবে ,থ্রিলার প্রেমীদের জন্য একটি নিদর্শন