Reviews and other content aren't verified by Google
এই সেই সিরিয়াল, যেখান থেকে আমি রবী ঠাকুরের লেখা গুলো ভালোবাসতে শিখি। "চোখের বালি" , আজ পর্যন্ত যত উপন্যাস পড়েছি, তাদের মধ্যে এটিই একমাত্র উপন্যাস যেটি মনে খুব গভীর ভাবে দাগ কেটেছে।
Chokher Bali
Review·3y
More options
তখন আমি সপ্তম - অষ্টম শ্রেণীর ছাত্রী। আজকের তুলনায় তখন পড়াশুনো নিয়ে তেমন চাপ ছিল না। রোজ রাতে বশে পড়তাম ' বয়েই গেলো ' দেখতে। ভারী মজার একটি সিরিয়াল। দারুন মজার দুই পরিবার "বাঙাল" আর "ঘটি"।
তবে এখন আর সময় কোথায় সিরিয়াল দেখার। ব্যস্ততার মাঝেই দিনের পর দিন কেটে যায়। আর মনেও হয় না আগের মত সিরিয়াল গুলো এখনকার দিনে দেখতে পাবো।
Boyei Gelo
Review·3y
More options
তখন আমি অনেকটাই ছোট। এই সিরিয়ালের পারিবারিক বিষয় ও নারী চেতনাবাদের কিছুই বুঝতাম না। শুধু বুঝতাম মায়ের থেকে একটি ছোট মেয়ে বিয়ের পর আলাদা হয়ে গেছে ও মেয়েটি যেনো শুধু মায়ের সঙ্গে দেখা করতে চায় তবে হয়ে ওঠে না। সুবর্ণলতার সেই কষ্ট যেনো আমায় প্রায়ই কাদিয়ে দিত।