আমার দেখা ইতিহাসের সবচেয়ে বাজে সিনেমা। ঝন্টু'র জোর একমাত্র চাপাবাজিতেই। সিনেমার নামে সস্তা মানহীন ইউটিউব ভিডিও বানানো ছাড়া সে কিছুই বানাতে পারবেনা।
এদিকে সরকারি অনুদানে নির্মাণ করা হচ্ছে অপারেশন জ্যাকপট নামক একটি সিনেমা যার বাজেট প্রায় ২০ কোটি টাকা ধরা হয়েছে। এটিও পরিচালনা করবে এই চাপাবাজ ও দুর্নীতিবাজ দেলোওয়ার জাহান ঝন্টু।
২০ কোটি টাকার মধ্যে নিজের পকেটে ভরবে ১৫ কোটি। বাকি টাকা দিয়ে অভিনেতা কাস্টসহ যাবতীয় খরচ। ৫ কোটি টাকাও খরচ করবে বলে মনে হয়না।