সিনেমা সম্পর্কে আমার কোন ধারনা নেই, তবে আমি যে টুকু জানি তাতে আমি বলতে পারি The Dark Knight Trilogy এর পরে The Batman মুভিটা একটা মাষ্টারপিস । Batman সম্পর্কে কথা বলতে গেলে বলে শেষ করা যাবে নাহ, অনেক মুভিতে আমরা Batman কে মার খেতে দেখি সে আমার আপনার মত একজন সাধারন মানুষ , সুপার পাওয়ার না থাকার পরেও সে একজন সুপার হিরো । অনেকেই বলবে ডিসি ( ওয়ার্নার ব্রোস ) তাদের ক্যারেক্টার নিয়ে খেলতে জানে নাহ, মুভিতে অনেক আলো কম । হ্যাঁ, আলো কম বা অন্ধকার । ডার্ক থিম এটাই মূলত ডিসির একটা সাইন । একটা মাষ্টারপিস ।