বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির আবেগের একটি স্থান। আমি প্রশংসা করছি শাপলা মিডিয়ার এরকম একটি কাজের জন্য। কিন্তু সিনেমাটি চেষ্টা করলে আরো ভালভাবে ফুটিয়ে তোলা যেত। আমি ঢালিউডে মানের দিক থেকে এর চেয়েও আরো অনেক ভালো ভালো সিনেমা দেখেছি (যেমন- আয়নাবাজি, টেলিভিশন, দেবী, অজ্ঞাতনামা ইত্যাদি) । এই সিনেমাটির storyline অনেক ভালো ছিল। যা সিনেমাটিকে blockbuster এর মাত্রায় নিয়ে যেতে পারতো। কিন্তু পরিচালনা খুব একটা ভালো হয়নি। সিনেমার কিছু জায়গায় অনেকের অভিনয় খুব একটা মানানসই হয়নি। তবে অভিনয়ের কথা বলতে গেলে কয়েকজনের কথা বলতেই হয় যেমন- তাসকিন রহমান, তৌকির আহমেদ, নাবিলা, মিলন । তাদের অভিনয় অন্যদের চেয়ে আমার ভালো লেগেছে।কিন্তু তবুও আরো ভালো direction পেলে সিনেমাটা আরো ভালোভাবে ফুটিয়ে তোলা যেত।