অসহ্য লাগে যখন দেখি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের " ই " ও নেই জগদ্ধাত্রী বা তার দলবলের মধ্যে। একজন বাংলার নাগরিক হিসাবে পুলিশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের ওপর শ্রদ্ধা আছে, গর্ব আছে, যতই তাঁরা রাজনৈতিক চাপে থাকুন না কেন।
আপনারা এই ডিপার্টমেন্টটাকে একেবারে অপদার্থ বানিয়ে ছেড়েছেন। আর একটা ডায়লগ "একটা মাছি ও গলতে পারবে না।" হ্যাঁ ঠিকই কথা মাছি গলে না, শুধুমাত্র গুন্ডা আর রিভলবার ও অন্যান্য অস্ত্র ঢুকে পরে। প্রত্যেকবার এটা হয় আর সিরিয়াস সিরিয়াল টা কমেডি হয়ে যায়।
ধন্যবাদ।