কিছু মুভি আছে যেগুলো গল্প শেষ হবার পরে মনে হয়,কি হলো কেসটা!?" এই মুভি সেই গোত্রের। parasyte এবার অস্কার এ নাম তুলে ফেলেছে। এর দয়াতে অনেকেই এখন কোরিয়ান মুভির যে আলাদা একটা জগৎ আছে তার সাথে পরিচিত হচ্ছে। এই কোরিয়ান মুভিটি তাদের জন্য আরো কোরিয়ান মুভি দেখার কারন হয়ে দাঁড়াবে। মুভিটা শুরু এক ছেলের গল্প দিয়ে। ছেলেটির সাথে একদিন রাস্তায় তার ছেলেবেলার এক বান্ধবীর দেখা হয়। দেখার হওয়ার দিন রাতেই বান্ধবীটি তাকে বলে সে আফ্রিকায় ঘুরতে যাবে কিছুদিনের জন্য,এই কদিন যদি ছেলেটা তার বিড়াল কে একটু দেখাশুনা করে তাহলে মেয়েটির খুব সুবিধে হয়, এই কথা সে তার বন্ধুটিকে জানায়। ছেলেটা রাজি হয়ে যায় এই প্রস্তাবে। বেশ কিছুদিন বাদে মেয়েটা ফিরে আসে আফ্রিকা ট্যুর থেকে। আর সঙ্গে বয়ফ্রেন্ড করে নিয়ে আসে এক বড়লোক ছেলেকে। বেশ ভালোই গল্প এগোচ্ছিল গোল বাঁধলো যখন হঠাৎএকদিন মেয়েটি হারিয়ে গেলো। গল্প শুরু এখান থেকে। মেয়েটির কি হলো!? কেউ কি তাকে গুম করলো! না আগের বারের মতো না বলে হয়তো আবার ট্যুরে চলে গেছে!? ছেলেটা কি করলো? জানতে হলে দেখে ফেলুন এই মুভিটি।