হেলো সবাইকে
আমি তৌহিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়ছি।
ধূসর পান্ডুলিপি জীবনানন্দের অন্যতম একটি কাব্যগ্রন্থ যার সতেরোটি কবিতার প্রত্যেকটি কবিতাই সুন্দর, যেন কবিতাগুলি কবে লিখেন নি, একেছেন রংতুলি দিয়ে,
আপনারা পড়ে দেখতে পারেন। কবিতা পড়ার অভ্যাস না থাকলেও বুঝতে অসুবিধা হবেনা আশা করছি।