ফ্যাক্ট:- SAAHO
.
আমি প্রায় সব ধরনের মুভি দেখি। holly, bolly, tolly etc এর প্রায় সব বড় সিনেমায় আমার দেখা।
আমি যখন কোন হলিউড মুভি দেখি তখন সাউথের thilling style, হিরোদের attitude গুলা মিস করি
আবার যখন সাউথের মুভি দেখি তখন হলিউডের vfx, action গুলা মিস করি।
.
আমার মতে,
একজন সাধারন দর্শক হিসেবে #Saaho তে উপভোগ করার জন্য সব কিছুই আছে। আছে ভালো হিরো, হিরোইন, থ্রিল, একশন, ভিএফএক্স ইত্যাদি ইত্যাদি। আরামসে দুইবার দেখার মত মুভি।
তো যারা আমার মত সাধারন মুভি লাভার আছেন, তারা রিভিউ এর পরোয়া না করে দেখে নিন সাহো। হতাশ হবে না।