প্রত্যেকটি সিরিয়ালে কি এক পুরুষের দুটি বিয়ে দেখানো হবে?ভেবেছিলাম কোড়া পাখি একটু অন্যরকম সিরিয়াল হবে।এখানেও সেই নোংরামো দেখাচ্ছেন।একটা মেয়ের জীবন সংগ্রাম দেখাতে গেলে একই ঘটনারrepeatationদেখানোর প্রয়োজন আছে বলে মনে করিনা।দয়া করে সুস্হ মানসিকতার গল্প পরিবেশন করুন।ভীষণ একঘেয়ে এবং বিরক্তিকর হয়ে যাচ্ছে প্রতিটা সিরিয়াল।খড়কুটো এখন অবধি ঠিক আছে কিন্তু ঐ একই ঘটনার আভাস পাওয়া যাচ্ছে ।আপনাদের কিছু সামাজিক দায়বদ্ধতা যদি থাকে তাহলে এই ধরনের বিকৃত মানসিকতার সিরিয়াল পরিবেশন করা বন্ধ করুন।