স্বামী ত্রৈলোক্যানন্দ মহারাজ আমার প্রণাম গ্ৰহণ করুন ।এই করোনা পরিবেশে জীবন মৃত্যুর মুহূর্তে আপনজন দের হারিয়ে দিশেহারা অবস্থায় , এই মোবাইলের মাধ্যমে মহারাজের কথা শুনতে শুনতে আত্মস্থ হই ।মহারাজ আমাকে নতুন পথ দেখালেন ।প্রশ্ন কর্তারা প্রশ্ন করেন ।আর উনি উত্তর দেন।এই উত্তর কোথা থেকে যে কোথায় নিয়ে যান । কিছুই জ্ঞান ছিল না ।শেষ বয়সে এসে শুধু মনে হয়,জীবনের শুরু থেকে যদি পেতাম।আরো অনেক কিছু শিখতাম