বিবেক স্যার কে আমি কোটি কোটি প্রনাম করি।যে সত্য বিগত ৩০ বছর ধরে এই রাষ্ট্রের কাছে লুকিয়ে যাওয়া হয়েছিলো আজ উনি তা বিশ্বের দরবারের এনে দিয়েছেন।কাশ্মীরের হিন্দু দের উপর ঘটে যাওয়া নির্মম অত্যাচার আজ মানুষ কে ভাবুক করেছে। তারা আজ সত্যিটা জানতে পারছে।এই ছবির সাথে জড়িত প্রতিটি মানুষের কাছে আমি নতমস্তকে প্রনাম করি।।