সাসপেন্স লাভারদের জন্য মাস্ট ওয়াচ।
2013 র বিখ্যাত মালায়লাম মুভি দৃশ্যাম দেখে নাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। মালায়লাম দৃশ্যাম না দেখলে "অজয় দেবগানের" রিমেক দৃশ্যাম অবশ্যই দেখেছেন।"দৃশ্যাম-1"যেখানে শেষ হয় "দৃশ্যাম-2"র কাহিনী সেখান থেকে শুরু।
সেই দৃশ্যাম এর 2nd পার্ট দৃশ্যম 2.. এক কথায় দুর্দান্ত।1st 40 মিনিট একটু স্লো। কাহিনী বিল্ডআপ এর জন্য, এর পর থেকে টান টান উত্তেজনা শেষ পর্যন্ত। আমাজন প্রাইমে পেয়ে যাবেন। এখন তো সব সাইডে চলে এসেছে অলরেডি।
বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগ করুন।
যোজকুট্টির ম্যাজিক ❤️🥰❤️
মোহনলাল জিনিয়াস 🥰🥰