বাংলা বিহার উড়িষ্যার হে মহান অধিপতি ,
তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব...
তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কিছুতেই প্রশ্রয় দিওনা,
তুমি বলেছিলে সুযোগ পেলেই তারা এদেশ কেড়ে নেবে,
আমি তাদের প্রশ্রয় দেবো না, আমি বেঁচে থাকতে তারা দুর্গ তৈরি করতে পারবেনা,
তোমার অন্তিম সময়ে তোমার মসনদ স্পর্শ করে যে প্রতিজ্ঞা আমি করেছিলাম আমরন আমি তা পালন করবো , তুমি শান্ত হও , প্রসন্ন হও , দাদু সাহেব ,নবাব আলীবর্দি খা.........