ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়। যাকে বারবার মনে করতে হবে। সবাইকে মনে করাতে হবে। এই পৃথিবীতে কিভাবে মানুষ মানুষকে পশুর মতো খুন করেছিল। আলা রেনের নাইট এ্যান্ড ফগ কে মনে রেখে বলতে পারি এযেন আর একবার প্রচন্ড ভয়ে। বিভৎসতায়। কান্নায়। শিউরে ওঠা। তবুও ইতিহাস থেকে আমরা কি কিছু শিখবো জানি না। অসাধরণ নির্মাণ শৈলি। স্পিলবার্গ এখানে এক্সিকিউটিভ প্রডিউসার। গোটা টিমকে কুর্নিশ। অভিনন্দন। অন্তরের শুভেচ্ছা। 🌷