অনেকদিন পর নিজেকে কোনো চলচ্চিত্র্রের কাহিনীর সঙ্গে একাত্ম বোধ করলাম |
অনেকদিন পর নতুন ভাবে অনুভব করলাম অনেক কিছু |
জানিনা জীবনে কি হবে না হবে, তবে এই অনুভূতিগুলো এতই আপন যে - যখনই আসে তখনই সবকিছু আবার নতুন লাগে |
হয়তো এই অনুভূতিগুলো থাকে বলেই বোধহয় জীবনটা একঘেয়ে হয়ে যায় না |
কিংবা, একঘেয়েমির মধ্যেও কখনো কখনো নতুনত্বকে খুঁজে পাওয়া সম্ভব হয় |
বারবার এটাই বুঝেছি যে, মানুষের জীবনের মূলমন্ত্র হচ্ছে "চরৈবেতি, চরৈবেতি..." |