২০০৯ সালে দেখেছিলাম !
জাস্ট উফফ্ !
এত সুন্দর ডকুমেন্টারি হয় না বললেই ঠিক হয় ।
এতে আমার কাকা বাদল ভট্টাচার্য আর দিদি দোয়েলেরও সাক্ষাৎকার আছে ।
আরডি কলকাতায় এলে আমাদের বালিগঞ্জের বাড়িতেই উঠতেন ।
ব্রম্ভানন্দ সিং এটি যে নিষ্ঠা নিয়ে তৈরি করেছেন তা প্রকৃত অর্থেই বিরল ।
রিভিউ পরে আগে দেখুন ।
তারপর কথা বলব ।
আজ ২৭ জুন ২০২১ রবিবার
এই আমাদের ছোট্টো গ্রহে যেখানে য়ে প্রাণ রা-দেব সুর ভালোবাসেন তিনি আমার ভালোবাসা নেবেন।