গায়ে কাঁটা দেয়া এক একটা মুহূর্ত এই মুভির প্রতিটা সিনে। ডিরেকশন বা ব্যাকগ্রাউন্ড মিউজিক এসব আসল নয় এই মুভিতে। আসল হলো সেসব মুহূর্ত জার অনেক কিছু আমরা জানিনা। কত কষ্টেরপর আমরা এই স্বাধীনতা পেলাম কিন্তু আজও আমরা হিন্দু মুসলিম রা নিজেদের মধ্যে ভেদাভেদ করে চলছি। মাঝে মাঝে মনে হয় এই স্বাধীনতা থেকে সেই পরাধীনতা অনেক ভালো ছিল।