সা রে গা মা পা একটা সাজানো অনুষ্ঠান। এখানে আগে থেকেই স্থির হয়ে থাকে কাকে রাখবে আর কাকে বাদ দেবে। আজকের এপিসোড (৯.১.২০২১) দেবরূপ এবং কৃষ্ণকলি - দের নির্লজ্জভাবে বাদ দিল। অথচ যেখানে আগেই সায়ান্তন, রাহুল, অনুরাগ, সমদিপ্তা, অমিত, তমোজীৎ - দের বাদ যাওয়া উচিত ছিল। কিন্তু তা হয়নি। সা রে গা মা পা এখন খাদ্য রসিক বাংলা অনুষ্ঠান হয়ে গেছে। এবার বিচারকদের কথা বলি। মিকা সিং ছাড়া কারোর performance মনে দাগ কাটে না। এর চেয়ে মহাগুরুদের বিচারকের স্থান পাওয়া উচিত। কারোর ইন্সট্রুমেন্টাল ঞ্জান থেকে কি করে বিচারকের আসন অলংকৃত করে বুঝতে পারিনা। যেভাবে আজ সোনালি এবং দেবরূপ কে গোল্ডেন গীটার দিলনা অথচ অনুরাগ কে দিল। ধিক ধিক সা রে গা মা পা।