মৃত,ঘুমন্ত বাঙালিদের জাগিয়ে তোলার জন্যে আদর্শ এই সিনেমাটি,দয়া করে দেখে আসুন সবাই,কি অসম্ভব পরিশ্রম করেছেন নির্মাতারা,এই ঐতিহাসিক গবেষণা,সঙ্গীত,কাস্টিং,প্রত্যেকের অভিনয়,সেট তৈরী করা,ক্যামেরার কাজ,চিত্রনাট্য,এডিটিং কোনটা ছেড়ে কোনটা বলবো,বাংলা সিনেমার ইতিহাসে খেলাধূলা কেন্দ্রিক যে কটা সিনেমা আছে তার মধ্যে এটি অন্যতম ও অনবদ্য।।
ধন্যবাদ এস.ভি.এফ,ধন্যবাদ ধ্রুববাবু সহ বাকি সকলকে এরকম একটা ইতিহাসের সঙ্গে জড়িত হওয়ার জন্যে ও আপামোর দর্শককে এই সিনেমাটি উপহার দেওয়ার জন্যে।।