দেব এর সিনেমা আমি অতটা পছন্দ করি না। কিন্তু এবারের "AMAZON অভিযান" সিনেমা টা সত্যি দুর্দান্ত। বাংলা সিনেমা যে এত টা এগিয়ে গেছে সেটা ভেবেই অবাক লাগছে।
আর পুরো ভারত বর্ষে হয়তো এই প্রথম বার একটি বাংলা ছবি কে ঘিরে উৎসাহ তৈরি হয়েছে। যেটা বাঙ্গালী হিসেবে প্রত্যেক এর গর্ববোধ করা উচিত।
ADVENTURE নিয়ে সিনেমা টা তৈরি। কিন্তু খুব একটা ADVENTURE নেই। তবে যারা ভ্রমনপিপাসী, প্রকৃতি প্রেমী, একটু থ্রিল পছন্দ করেন তাদের অবশ্যই "AMAZON অভিযান" দেখতে যাওয়া উচিত।
ইংরেজি "ANACONDA" সিনেমা তো অনেকেই দেখেছে। সেখানে তারা অবশ্যই AMAZON এর জঙ্গল দেখেছে।
আমার মনে হয় ''ANACONDA" Series এর AMAZON এর থেকে অনেক ভালো করে AMAZON এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
অনেক কে বলতে শুনছি যে...
তোতলা হিরো আর কি সিনেমা করবে।
ফালতু হয়েছে।
এর থেকে টাইগার জিন্দা হে সিনেমা ভালো।
বাংলা র আরো অনেক হিরো র সিনেমা আসছে তারা ভালো।
হলিউড এর সাথে টেক্কা নিতে গেছে পুরো ফ্লপ হবে।
আমার মনে হয় এরা নিজের বাবা কে খা*কি* ছেলে বলে ডাকে।
আর পাশের বাড়ির কাকু কে শু*রে* বাচ্চা বাবা বলে ডাকে।
আমরা ভারতীয় রা সিনেমা মানেই বলিউড কেই জানি।
কিন্তু ভারতীয় সিনেমা বলতে শুধু বলিউড নয়। আঞ্চলিক সিনেমা ও আছে।
যেমন বাহুবলি। তামিল সিনেমা। যেটা ভারতের সর্বশ্রেষ্ঠ সিনেমা বলে সবাই জানে।
তামিল সিনেমা কিন্তু একদিন এই এই জায়গায় পৌঁছায় নি। আস্তে আস্তে উঠেছে তারা।
আমি বাহুবলি র সাথে কখনো AMAZON অভিযান এর তুলনা করবো না।
শুধু বলবো তামিল সিনেমা পারলে আমরা বাঙালি রা কেন পারবোনা।আমার মনে হয় ভারতীয় সিনেমার জগতে রাজত্ব করার দিকে এগোনোর একটি ছোট্ট প্লাটফর্ম হলো AMAZON অভিযান।
যাই হোক একটু খারাপ ভাষা ব্যবহার করে ফেলেছি মাঝখানে। যার জন্য আমি একটুও দুঃখিত নই।
শেষে আরেকবার বলতে চাই অবশ্যই সিনেমা টা সপরিবারে দেখে আসুন।