আজ একটু আগেই দেখে এলাম 'বর্ণ পরিচয়' ছবিটি।
পরিচালনা মৈনাক ভৌমিক। সঙ্গীত অনুপম রায়। বড় পর্দায় এই দুই অভিনেতাই মুখোমুখি ধরা দিলেন একই ফ্রেমে। এটি মূলত একটি সাসপেন্স থ্রিলার। ধনঞ্জয়(যীশু) নামে একজন অ্যালকোহলিক প্রাক্তন পুলিশকর্মী তথা গোয়েন্দা একটি সিরিয়াল কিলারের কেসের প্রতি ভয়ঙ্কর আসক্ত হয়ে পড়েন। ওই সিরিয়াল কিলারের নাম অর্ক(আবির)। এই আসক্তির জেরে ধীরে ধীরে নিজের কাজ, পরিবার, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। খুনি আর পুলিশের প্রায় ইঁদুর-বেড়ালের খেলা চলতে থাকে সিনেমা জুড়ে।বাংলার পর্দায় 'ব্যোমকেশ' মানেই দুই নায়কের নামই সবার আগে উঠে আসে। এক আবির চট্টোপাধ্যায়, দুই যীশু সেনগুপ্ত। অবশ্য সংলাপে সেটি ভালো ভাবেই ব্যাবহৃত হয়েছে। "বন্ধু তুমি সত্যান্বেষী আমিও সত্যান্বেষী" আবিরের গলায় এই সংলাপ এ। কিন্তু অবশেষে কোন্ সত্যান্বেষী জয়ী হন শেষে! তা জানতে আপনাদের অবশ্যই ছবিটি দেখতে হবে। কারণ 'সিনেমার শেষ সিন আর বইয়ের শেষ পাতা কখনও আগে থেকে জানতে নেই'...এটা কিন্তু এই সিনেমারই সংলাপ। মুখ্য চরিত্রে আবির ও যীশু দুজনেই অতুলনীয়। কিন্তু কোথাও যেনো সাসপেন্স থ্রিলার ব্যাপারটা হয়ত হলনা। ছবিটি অনেক বেশি প্রেডিকটেবেল। অনেক ঘটনাই হওয়ার আগে বোঝা যায় কি হতে চলেছে।তবে এই ধরনের ছবিতে মৈনাক নতুন।তার ঘরানার বাইরে বেরিয়ে এই প্রচেষ্টা খুবই প্রশংসনীয়।
Movie rating-২.৫/৫