প্রথম থেকে গল্পের কাহিনী ভালোই লাগছিলো,রোমাঞ্চকর মুহূর্ত গুলো বেশ ছিল,তারপর বাস টা খাদে পরার পরে মনে প্রশ্নটা এলো "যে সকলে জীবিত অবস্থায় আছেন কিকরে"...তারপর কন্টিনিউ করতে থাকলাম, শেষে প্রত্যেকের জীবনের সুখ,দুঃখ ,না বলা গোপন কথা গুলো অচেনা মানুষের সাথে ভাগ করে নেওয়া,নিজেকে হাল্কা অনুভূতি দেওয়া, এ যেনো বাস্তব জীবনে ফিরতে চাইছে না মন,যা দেখাচ্ছে কৌশিক বাবু আমার দু চোখ তাই বিশ্বাস করে নিচ্ছে,এছাড়াও কিছু ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরের দৃশ্য অনুভব করেছি যা মনে থেকে যাবে বহুদিন, যেমন ওই খোকনের মায়ের দেশভাগের প্রসঙ্গ,বাঙালিদের ছোটো ছোটো বিষয়েও ঝগড়া করার উদ্যম ইত্যাদি, সর্বোপরি শেষে যখন লরির মধ্যে লাশগুলো এলোমেলো করে রাখা এবং ব্যাকগ্রাউন্ডে "অসত মা সদ গময়",চোখে জল এনে দেয়,মন বলে ওঠে একেই বোধ হয় বলে ক্লাইম্যাক্স...ধন্যবাদ কৌশিক গাঙ্গুলি।😊😊😇😇♥️♥️🙏🏻🙏🏻💯💯