কৌশিক বাবুর সমস্ত ছবি আমি পরিবারকে নিয়ে দেখি, অসম্ভব ভালো উপস্থাপনা। প্রাণবন্ত, মানুষের জীবনের নানান ঘটনা,মধ্যবিত্ত সমাজ এদের নিয়ে এত সুন্দর ভাবে চিত্রায়িত করেন বর্তমান প্রজন্ম অনুপ্রাণিত হয়। সত্যজিৎ রায়,মৃনাল সেন, ঋত্বিক ঘটক, তরুণ মজুমদার,বুদ্ধ দেব ভট্টাচার্যের পর অনেক পরিচালক অল্পসময়ের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেছেন করছেন তার মধ্যে কৌশিক বাবু অন্যতম।আমার শুভেচছা রইলো।