"আমি কর্ণের কাটা মুন্ডু,
আমি কণিষ্কের ধড়।
আমি মোহ,
আমি বজ্র বিষাদের ঝড়।।"
অসুর এর আসলে জাত হয়না,
অসুর একটি ভাব,
আমাদের সবার মধ্যেই লালিত হয়,
শুধু ক্ষেত্র বিশেষে বাইরে আসে।।
ঠিক সেই কারণেই আমি-আপনি, আমরা সবাই অসুর, আবার প্রত্যেকেই ভালো মানুষ হতে পারি ক্ষেত্রবিশেষে।
কেউ জীবনে দায়িত্বপালন করতে করতে কাছের মানুষদের কাছে খুব প্রিয় হলেও একইসাথে অন্য কারুর কাছে ভীষণ অপ্রিয় হয়ে যায়।
সেই অপ্রিয়তার মাঝেই জন্ম নেয় অসুর।।
অভিনয় নিয়ে কিছু বলার নেই, কারণ এভাবে আপ্লুত হয়ে লিখতে শুরু করলে রচনা হয়ে যাবে। তার চেয়ে বরং আপনারা গিয়ে দেখে আসুন। আমি নিশ্চিন্তভাবে বলতে পারি যে সবার ভালো লাগবে। আর না দেখলে আপনি বুঝতেও পারবেন না আপনি কি মিস করলেন।
গ্যারান্টি দিলাম অভিনয়+চিত্রনাট্য+সংলাপ+নির্দেশনা সব মিলিয়ে পয়সা উসুল 😀