" *হীরালাল টাকার জন্যে বা অন্য কারুর হয়ে বায়োস্কোপ করে না হীরালাল ছবি তোলে নিজের জন্যে* ” থিয়েটার এর গিরিশ যুগ যে সময় কে বলে আমরা জানি তার ই পাশাপাশি তখন গড়ে উঠছে বায়োস্কোপ !! নতুন এক technology ইর সঙ্গে বাঙালি দের উত্থান এবং বলা যায় খানিক টা পতন .. কারণ হীরালাল সেন এর মত একজন রত্ন কেই বাঙালিরা চিনতে পারলেন না.. আর চিনেও তার মান রাখলেন না.. cinama টি প্রত্যেক থিয়েটার প্রেমী দের দেখতে বলবো .. আমার ব্যাক্তিগত ভাবে ভীষন ভালো লেগেছে .. অর্নো মুখোপাধ্যায় এর অভিনয় নিয়ে just কোনো কথা হবে না !! শাশ্বত চট্টোপাধ্যায় , খরাজ মুখোাধ্যায় তো আছেন ই !!