বাইশে শ্রাবণ এর মত না হলেও কাছাকাছি এই ছবিটি। কেনোকি বলে যে কোনো কথা হয়না সেটা চন্দ্রিল বেশ কয়েকবার বলেছে বিভিন্ন ভাবে। এই সিনেমায় সেটা নিয়ে পরম কে বলতে শুনে বেশ ভালো লাগলো। অনির্বাণ অনবদ্য এবং পরম কে ছাপিয়ে গেছে। গৌরব চক্কত্তি ঠিক আছে। বাইশে শ্রাবণ এর তুলনায় থ্রিলার হিসাবে বেশ পানসে। এতটা হিংস্র খুন গুলো একটু অন্য ভাবে দেখালে ভালো হতো। বাবুল সুপ্রিয় ঠিক আছে ছোট রোল এ। একজন আইপিএস (সম্ভবত ডিসি কলকাতা 👮 দেখানো হলেও) একজন আইআইসি না সার্কেল ইন্সপেক্টর কে কেন এতটা গুরুত্ব দেবে (থানার লক আপ এ কেলানির সিন টা তে) ? বাংলা খিস্তি গুলো মারাত্মক 😬
দেশে যখন গাই , বলদ , দুধেল গাই এই সব নিয়ে রাজনীতি চলছে , তখন গাই এর বদলে একটু গে গল্পো নিয়ে বেশ ভালো একটা মোড়ে সিনেমা টা ঘুরেছে।