ভাষাহীন হয়ে পরেছি...এমন অভিনয় ও করা যায়?? শ্বাশ্বত স্যার আর অপরাজিতা ম্যাম সম্বন্ধে বলার ভাষা নেই! অনবদ্য বললেও কম বলা হবে। চোখে জল এনে দিয়েছে সেই হল থেকেই,বাড়ি ফিরেও কান্না থামছে না, এমন ভাবে আঁচড় কেটে গেছে মনে... বাঙলা সিনেমাকে অন্যমাত্রায় পৌঁছে দেবে এই সিনেমাটি...মানসী ম্যাম আপনি বেস্ট! এতো ভালো সিনেমা কিছু বলার নেই....