Reviews and other content aren't verified by Google
আমার খড়কুটো অসাধারণ লাগছে । সবার
অভিনয় অপূর্ব, কৌশিক রায় এর মার্জিত অভিনয় অসাধারণ। তৃনা অভিনয় খুব
বাস্তবভাবে ফুটিয়ে তুলেছে। অভিনয় জগতে ও খুব নাম করবে। এরকম অন্য্ ধরনের সিরিয়াল
অনেকদিন পরে দেখা গেল । মনটা ভরে গেল ।