বাঁধুনি নেই, খাপছাড়া। অভিনয় অত্যন্ত স্টিরিওটিপিক্যল্। হাততালি পাবার জন্য কিছু সস্তা সংলাপ লেখা হয়েছে - যেমন "প্লাস টু - ক্লাস টু", "বাইজি - ভাইঝি" । ভাবলে অবাক লাগে, পাঁচ বা ছ'য়ের দশকে টেকনিক্যল লিমিটেশন থাকা সত্ত্বেও বাংলা সিনেমা যে উচ্চতায় পৌঁছেছিল, আজ একবিংশ শতাব্দীতে এসেও তার সিকিভাগ উচ্চতাতেও পৌঁছানো যাচ্ছে না।