হতে পারে এখন এই গান গুলো এই সময়ের নবীনদের কাছে বিশেষ কোন মূল্য রাখেনা এবং দুঃখের হলেও সত্যি অনেকেতো এই গান গুলোর গায়েও সামাজিক/মানসিক নিচুতার তকমাও এটে দেয়! তাদের Standard মত যায় না....!!
✌♥ অথচ এই গান গুলো আমাদের বয়সের অনেকের কাছেই বিশেষ মূল্যবান কারণ এই গানগুলো যেন সেই সময়টাকেই একটা ফ্রেমে নিয়ে আসে, সেই সব অনুভূতি আজকে সত্যিই মূল্যহীন তবে আমাদের জন্যে সেই সময়, আর এই গান গুলোই তো মনের খোড়াক... মনে পড়ে তখন এই গান গুলো সারাটা রাত ভর, পড়ার নাম করে ভলিউম কমিয়ে বা কারো কাছ থেকে সমম্ভব হলে “ওয়াকম্যান আর হেডফোন” ধার করে শুনে কাটিয়ে দিতাম... ♥
🎶 এখনো মাঝে মাঝে, মাঝ রাতে ঘুমের ঘোরে শুনি তোমার পায়ের আওয়াজ...🎶