ফেলুদা ,ব্যোমকেশের সাথে তুলনা নাই বা করলাম ,তবে আজকের কিশোরেরা তাদের একটা fantasy detective character পেল বটে। অযথা আঁতলামী নেই 'একেন বাবু'র' ,আছে নিটোল বাঙালিয়ানা আর সাথে বুদ্ধির ধার। অনির্বান চক্রবর্তী বাবুর নিখুঁত অভিনয় দেখার সুযোগ যেন পায় আরো বেশ কয়েকটা season এ ,এই অপেক্ষায় থাকলাম।