অনেক বিজ্ঞ অনেক গবেষণা করছেন, বলছেন
আমি সাধারন সিনেমা প্রেমী বেচারা মানুষ,
বুকে হাত রেখে বলতে চাইছি না শুধু বলছি,
আমার বেশ ভালো লাগ্লো না, আমার খুব খুব ভালো লাগলো
কারণ বলতে পারবো না,
তবে অনেকদিন পর মনে হল(কোনো বলিউডি সিনেমার জন্য):
এই সিনেমা টা ১০ এ ১০ পাবার মতন কিনা জানি না,
তবে নিশ্চই ১০ এ ১০ দেবার মতন।
(শুভর ব্যক্তিগত মতামত)যারা আমার মতন ৩০ এর কোটায়,
তারা ২০২০ - ১০ বছর করে সিনেমা টা দেখতে বসলে,
আরো মজা নিতে পারবে।।।।।।।।
-- ইতি
ব্যাচেলর বাচালতা
পুনশ্চ: Manny---এত তারা কিসের ছিল যাওয়ার ভাই, আরেকটু দাড়িয়ে যাওয়া যেত না!!!
Will miss Your talent man.....