উত্তর কলকাতার পাড়া, রকের আড্ডা, ক্লাব, বাঙালির ফূটবল, এইসব নিয়ে এক অধুনা বিলুপ্ত কালখন্ডকে বড়ো যত্নের সঙ্গে দেখিয়েছেন পরিচালক অনিন্দ্য চ্যাটার্জী। ১৯৫০ থেকে ১৯৮০ সালের মধ্যে যাঁদের জন্ম, এ ছবি দেখে অন্তরের গভীর থেকে এক দীর্ঘশ্বাস উঠে আসবেই -- চাই কি, হারিয়ে যাওয়া দিনগুলির জন্য কয়েক ফোঁটা জলও চোখ থেকে গড়িয়ে পড়তে পারে।
কাহিনি, অভিনয়, আবহসঙ্গীত, দৃশ্যাবলী -- এই সিনেমার প্রতিটি ক্ষেত্রেই দশে দশ প্রাপ্য।