যে কোনো মেয়েই হোক বা পুরুষ হোক,,আমাদের ভারত বর্ষ এখনো এতটা সামাজিক ভাবে এই উদ্দাম শারীরিক ক্ষুধা মেনে নেওয়ার মতো,সাবলীল হয়নি,,এটা একটা অবক্ষয় এর চিত্র,,এটা আমেরিকার চাল চলন!একে ওপরের প্রতি সন্দিহান করে রাখা!কেউ কেউ এটাকে মুখে সমর্থন করলেও,নিজের পরিবারের ক্ষেত্রে সেই মান্ধাতা আমলই পেতে চাই!