গোলাপগঞ্জের চৌঘরী এলাকার এক ব্যক্তির জমিতে প্রচুর কাশফুল হয়েছে। সেই কাশবন দেখতে দূর-দূরান্ত থেকে লোকজন আসছিলেন। সঙ্গী কখনো স্বজন, কখনো বন্ধু-বান্ধব। মানুষের কাশবন দেখার এত আনন্দ-আহ্লাদ স্থানীয় লোকজনের ভালো লাগেনি। তাঁরা কাশবনে আগুন ধরিয়ে দিয়েছেন। এই আগুন ধরিয়ে দেওয়াটা বৈধ করতে চরিত্র ধরে টান দিয়েছেন তাঁরা। আরও খুলে বললে ‘অশ্লীল, অসামাজিক’ শব্দগুলো বলেছেন।