বর্তমান প্রজন্ম, আমরা, কত ছোট ছোট জিনিস নিয়ে কষ্ট পাই, যার বেশির ভাগ টার মূল বক্তব্য হল, অভিজাত জীবন যাপন করতে না পারা, যথেষ্ট বিলাসিতা না করতে পারা। সিনেমা টা দেখুন, দেখুন কত নীচ, অপরিণত, স্বার্থপর মনোভাব কে আমরা পোষণ করি। যদি সামাজিক বিলাসিতা প্রাধান্য দিয়ে থাকেন, সিনেমা টা আপনার জন্য।