দুমদাম কোনোও নোটিশ না দিয়ে এভাবে জনপ্রিয় ধারাবাহিকের সম্প্রচার বন্ধ করে এরা কি আনন্দ পায় জানি না । শেষ যদি করতেই হয়, তাহলে এমনভাবে করুক যাতে গোয়েন্দা চরিত্র কোনও দুর্ঘটনায় নিখোঁজ হল এমনটা দেখানো হবে । তাতে সাস্পেনসও থাকল, আবার পুনর্বার সম্প্রচার শুরু করারও অবকাশ থাকল ।