আজ 'দাদাগিরি'তে 'গুগলি' রাউন্ডে একটি প্রশ্ন ছিল "দুটি মেয়ে কেন ভালো বন্ধু হতে পারে না?"
উত্তর জানলাম, কারণ শব্দটা ব্ন্ধু নয়, বান্ধবী হবে।
কিন্তু আমি জানি যে 'বন্ধু' (friend) শব্দটি উভলিঙ্গ (common gender) আর বান্ধবী মানে আত্মীয়া (relative). তাহলে উত্তরটা কি যথাযথ? এবিষয়ে যদি কেউ আলোকপাত করেন তো উপকৃত হই।