সামিমুল আলাম, নুর ইসলাম আর স্নেহা বিশ্বাস। তিনজনের অভিনয়ই অনবদ্য। অসাধারণ।
মাত্র ১ ঘণ্টা ২১ মিনিটের সিনেমা। গল্প সাথে অভিনয়, সাথে সিনেমার সবটা ভালো হলে যা হয় তাই হলো, অন্য জগতে চলে গেলাম...
আমার দেখা খুব কম সিনেমা এরকম। এই গল্পের রেশ থেকে যাবে আমার সারাজীবন। নিশ্চিত।