এক কথায় বলতে গেলে অসাধারণ, অসাধারণ এর উপরে যদি কিছু হয় সেটা। শুধু একটা কথাই বলার অন্তত এই সিরিয়ালটা যেন অন্য সিরিয়াল গুলোর মত না হয় এখন যেমন ভাবে চলছে তেমনভাবেই চলুক আরো ভালোভাবে চলুক নতুন নতুন চমক আসুক ।
আর এই মিঠাই সিরিয়ালের যে লেখক এক কথায় তাকে স্যালুট । ❤️😌
অন্তত অন্য সিরিয়াল গুলোর মতো শেষে গিয়ে যেন অখাদ্য না হয়ে যায় এটাই একমাত্র রিকোয়েস্ট। ❤️😌🥺