শ্রী রামকৃষ্ণ ছিলেন সরল অথচ ব্যক্তিত্বময় পুরুষ। তাই বহু জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ তাঁর চরণতলে ছুটে এসেছিলেন। অথচ এই সিরিয়ালে যে ভাবে দেখানো হচ্ছে তা বিশেষ অবমাননাকর। এই সিরিয়ালে শ্রী রামকৃষ্ণ চরিত্রাভিনেতার হাত নিয়ে অনেক সমস্যা। যেন হাত অর্দ্ধপক্ষাঘাতগ্রস্ত। এক কথায় শ্রী রামকৃষ্ণকে প্রায় জোকারের পর্যায়ে নামিয়ে এনেছেন। অত্যন্ত দুর্বল অভিনয়।