THE FAMILY MAN
2019 september Amazon Prime original series.
আমি জানি না একটা সিরিজে এত কিছু কিভাবে দেওয়া সম্ভব। ফ্যামিলি ম্যান কিন্তু ইনটেলিজেন্ট অফিসার। বউ আর দুই বাচ্চা নিয়ে রীতিমত হিমসিম খান মনোজ বাজপায়ি। তবে দেশের জন্য টেরোরিস্ট খুঁজতেও রীতিমতো লড়ে যান বুক চিতিয়ে। শুনে মনে হচ্ছে এমন গল্প কি কম দেখেছি জীবনে?
তবে শুনুন....
পার্টনারের সাথে টানাপোড়েন, দুই ছেলে-মেয়ের সাথে হাস্যরসাত্মক আলাপচারিতা (উইচ ইস হিলারিয়াস), টিমমেটদের সাথে অসাধারণ বন্ডিং, টেরোরিস্ট চরিত্রগুলোর দুর্দান্ত অভিনয় সত্তা, আর রিয়েলিস্টিক ফাইটিং শটস আর ক্যামেরা ওয়ার্ক তো রীতিমতো মুগ্ধতা জাগানিয়া।
IMDB rating: 8.6
Google Rating: 4.7
ইরফান খান চলে গেছেন কিন্তু ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি স্টিল হ্যাজ মনোজ বাজপায়ি। ওয়াট অ্যান অ্যাক্টর স্যারজি!
ডোন্ট মিস THE FAMILY MAN। ইউ গননা লাভ ইট!