আজকে আমার মনটা একদম ভালো নেই " ইরাবতীর চুপকথা " সিরিয়াল শেষ হয়ে গেল । অসাধারণ অভিনয় করছেন ইরাবতী ও আরুষী চরিত্রে মনামী ❤️❤️🌹🌹ও আকাশ চরিত্রে আইরিন❤️❤️🌹🌹 । শিশুদের অসাধারণ অভিনয় আমার মনে দাগ কেটেছে ❤️❤️❤️। হয়তো গল্পে অনেক কিছুই অবাস্তব তাও ভীষন জমাটি পারিবারিক মন ছোঁয়া সিরিয়াল । অনেক শুভেচ্ছা ভালোবাসা ও শুভ কামনা রইলো সকলের জন্য 💐💐💐👍