সিনেমা প্রেমীদের আবশ্যই দেখা উচিত।তবে সিনেমাটিকে আমি হাস্যরসের সিনেমা মানতে রাজি নই,আমার মতে এই সিনেমা আমাদেরকে তথাকথিত সভ্যতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।কিভাবে সভ্যতার উচিছষ্ট একটা বোতল কালাহারির মানুষের জীবন তছনছ করে দেয়।আর তা থেকে নিজের সমাজ পরিবার কে বাঁচাতে বের হলে মুখোমুখি হতে হয় এক অমানবিক সভ্যসমাজের।