আমি বরাবর কৌশিক গাঙ্গুলী পরিচালিত সিনেমা দেখি। "নগর কীর্তন " দেখে চোখের জল ধরে রাখতে পারিনি। বিষয়বস্তু, পরিচালনা, সাজসজ্জা, সর্বোপরি অভিনয়..... আহ্! অসাধারণ। অনেক ধন্যবাদ কৌশিক গাঙ্গুলী কে এমন একটি উপহার আমাদের সমাজকে দেবার জন্য। আর অভিনয় ? ঋত্বিক এবং ঋদ্ধি ...... দারুন যুগলবন্দি। এ অভিনয় একবার দেখে মনে ভরার নয়। আরো অনেক বার দেখবো আমি। দীর্ঘদিন মনে রাখার মতো একটি প্রযোজনা।