ভারতীয় সিনেমাটোগ্রাফার নির্মিত একটি সেরা উপহার বলা যেতে পারে । যারা Tumbbad আগে দেখেছেন তাদের কাছে আর কিছু বলার নেই । যারা দেখেননি এবং যারা শুধু ভুতের সিনেমায় একটা অদ্ভুত অনুভূতি খুঁজে পান তাদের জন্য এই সিনেমা আদর্শ। আমার ব্যক্তিগত মত অনুযায়ী এই ভারতীয় সিনেমা তে এরূপ কাজ আগে কখনো দেখিনি